প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে জয়পুরহাটের মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

অসহায় প্রতিবন্ধীদের মাঝে স্বনির্ভরতার লক্ষ্যে ভ্রাম্যমাণ মালামালসহ দোকান ঘর দিয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
রবিবার দুপুরে জয়পুরহাট শহরের জিড়ো পয়েন্টে কেন্দ্রীয় মসজিদের সামনে পাঁচজন প্রতিবন্ধীর মাঝে পৌর মেয়রের নিজ তহবিল হতে এসব বিতরণ করা হয়।

যেসব শারীরিক প্রতিবন্ধীরা দোকান পেয়েছেন, তারা হলেন- সালমা বেগম, আব্দুর রহমান, রেহেনা খাতুন, আক্তার হোসেন ও এতিম রিপন। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.ই.এম মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় মেয়র জানান, অসহায় মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এলএ)