ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের বাধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধার মুখে নির্ধারিত স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারেননি জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকালে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হলেও ভোরে কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

এছাড়াও সকালে সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের করতে চাইলে সেখানেও পুলিশ নেতাকর্মীদের বাধা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।

পরে জেলা বিএনপির সভাপতির বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের সংসদ সদস্য উকিল আব্দুল সাত্তার ভূইয়া।

এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহসভাপতি জিল্লুর রহমান, গোলাম সারোয়ার খোকন, হেজবুল বারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :