ট্রেনের ছাদে ভ্রমণে ছয় যাত্রীকে জরিমানা

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণার পরও ছাদে উঠায় ছয় যাত্রীকে এবং পাবলিক প্লেসে ধুমপান করায় চারজনকে মোট দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবর্ণ, চট্টলা এক্সপ্রেস, বিজয়, উদয়ন এক্সপ্রেস, মেইল ট্রেনে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, আজ  থেকে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে দেশের সকল স্টেশনেও নোটিশ প্রদান করা হয়েছে।  সকালে স্টেশনে এসে দেখা যায়, ট্রেনের ছাদে কিছু যাত্রী উঠে বসে আছেন এবং পাবলিক প্লেসে কিছু যাত্রী ধুমপান করছেন। তাই তাদের রেলওয়ে আইনের ১২৯ ধারায় এবং ধুমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মোট দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রেলওয়ে। ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে। আজ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সব রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়া হয়েছে নোটিশ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এলএ)