‘গিগাবাইট গেমারস নাইট’ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫

বাংলাদেশি গেমারদের নিয়ে কাজ করা গিগাবাইট বরাবরের মতো এবারও আয়োজন করে ‘গিগাবাইট গেমারস নাইট’। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার গেমারদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে এবারের ‘গিগাবাইট গেমারস নাইট’।

২৯ অগাস্ট রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনচার্জ এলান সু।

এ সময় আরো উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান ।

উপস্থিত গেমারসদের মধ্যে জন্য লাইভ মিউজিক এর ব্যবস্থা করা হয়।

১৯৮৬ সালে যাত্রা শুরু করা গিগাবাইটে সম্প্রতি যুক্ত হওয়া নতুন মডেলের মনিটর, মাদারবোর্ড, পাওয়ারসাপ্লাই, এসএসডি, চেসিস হেডফোন, কিবোর্ড ও মাউস প্রদর্শিত হয় উক্ত অনুষ্ঠানে।

অনুষ্ঠানে গেমারসদের মধ্যে বেস্ট গেমার ও টিমদের জন্য গিগাবাইটের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :