সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৮
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফজর আলী নামে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে মাদকসহ ২০টি মামলা আছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ভোরে উপজেলার সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

নিহত ফজর আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর এলাকার একটি মাদক আস্তানায় অভিযানে যায় র‌্যাবের একটি বিশেষ দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নামে এক মাদক কারবারি ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ফজর আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ২০টি মামলা আছে। মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান।

ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :