হেরোইনসহ ধরা পড়া দুইজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২

কুষ্টিয়ার দৌলতপুরে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক দুইজনের মৃত্যুদণ্ডের ঘোষণা এসেছে বিচারিক আদালতে।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন মো. রুবেল এবং ভাংগন মণ্ডল। ২০১৭ সালের অক্টোবরে তারা পুলিশের কাছে মাদকসহ আটক হয়েছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী। রায় শুনে দুই আসামি মুষড়ে পড়েন।

মামলার এজাহারে বলা আছে, কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২০১৭ সালের ১০ অক্টোবর দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের বাসিন্দা রুবেল ও ভাংগন মণ্ডলকে আটক করার পর দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি দয়ের করেন। পুলিশ তদন্ত শেষে এই দুই জনের বিরুদ্ধে প্রতিবেদন দেয়।

শুনানি শেষে দুই আসামিকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারায় সাজা দেওয়া হয়।

এই রায়ে বাদীপক্ষ সন্তোষ জানালেও আসামিপক্ষের আইনজীবীদের দাবি, তারা ন্যায়বিচার পাননি। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল না করলেও তা উচ্চ আদালতের অনুমোদন নিতে হয়। একে বলে ডেথ রেফারেন্স। হাইকোর্টে শুনানি শেষে আপিল বিভাগেও নিষ্পত্তি করতে হয় মামলার। আর সেখানেও দণ্ডিত হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :