হিলিতে ফেনসিডিল-শাড়িসহ চার কারবারি আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫

দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে ৩২৫ বোতল ফেনসিডিল ও ২০টি শাড়িসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে হিলি সীমান্তের বালুরচড় ও হিলিবাজারে অভিযান চালিয়ে মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হিলির মুহারাপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডল, মহেষপুরঘাট এলাকার ফারুক মিয়া, নওপাড়া গ্রামের মশিউর রহমান, সিপিরোডের রবিউল ইসলাম।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে পুলিশের একটি বিশেষ টিম ভোরে হিলি বাজারে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে করে ফেনসিডিল ও শাড়ি নিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ ইব্রাহিম ও ফারুক নামের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও ২০টি শাড়ি উদ্ধার করা হয়।

অপরদিকে সীমান্তের বালুরচড় সংলগ্ন চাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ মশিউর ও রবিউল নামে দুজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :