কারখানায় ঢুকতে পারলেন না ২৩ শ্রমিক

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

হাইকোর্টের আদেশ নিয়ে সোমবার সকালে মাগুরা টেক্সটাইল মিলের বাধ্যতামূলক অবসর দেয়া ২৩ শ্রমিকের চাকরিতে যোগদান করতে গেলে গেটে থেকে তাদের ফেরত দেয়া হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা হাইকোর্টের নিদের্শনা মেনে নেয়ার দাবিতে মিলের গেটে মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত শ্রমিক নূর মোহাম্মদ খান, ফারুকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজর ফকিরসহ অন্যরা।

এ সময় তারা বলেন, ১৯৯৯ সালে তাদের ষড়যন্ত্রমূলকভাবে এ মিল থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। চাকরি ফিরে পেতে তারা হাইকোর্টে মামলা করেন। প্রায় ২০ বছর মামলা চালানোর পর সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাস এক রায়ে ওই ২৩ শ্রমিককে কাজে যোগদানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে আদেশ দেন। ওই আদেশ মোতাবেক সোমবার তারা মিলে যোগদান করতে গেলে কর্তৃপক্ষ মিলের মূল গেট বন্ধ করে দিয়ে তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। এ ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ ব্যাপারে মিল ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, করণীয় জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। সেই সঙ্গে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই শ্রমিকদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :