‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় নয়’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে দলীয় কোন পরিচয় বিবেচনা করা হবে না।’

সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভাঙনকবলিত ওই সকল এলাকার ভাঙনরোধে চলতি বছরই ১১৫ কোটি টাকার ডিপিপি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া ৪০০ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীতে ড্রেজিং করা হবে।’

এসময় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উকিল বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দীপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :