মানিকগঞ্জে হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১০

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জে রতন নামে একজনকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলার একটি আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকি এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ ও ছানোয়ার। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার বড় ছেলে বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতনকে হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়।

নিহত রতনের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ মাসুদ ও ছানোয়ারকে ২০১০ সালে ৫ মে গ্রেপ্তার করে। পরে তারা রতনকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটিতে মোট ১৪ জনের সাক্ষগ্রহণ করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করে আইনজীবী মথুর নাথ সরকার। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাহিদ-উজ-জামান নাজমুল।

ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর