গোপালগঞ্জে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে স্কুলছাত্রী লামিয়া ইসলাম হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিহতের স্বজনরা ও ডুমদিয়া গ্রামবাসী এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন চলনাকালে নিহত লামিয়ার মা সুলতালা পারভীন, ফুফু রুনা বেগম, ভাই নাঈম ইসলাম ও উরফি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির গাজী বক্তব্য রাখেন।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, নিহত লামিয়া সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

গত ৮ জুন সদর উপজেলার তালা গ্রামে মামা বাড়ি বেড়াতে যায় লামিয়া। ওই দিন রাতেই মামা বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)