রাবির সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন: খালাস পেলেন ৩৪ শিক্ষার্থী

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন নিয়ে সংঘর্ষে পুলিশের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার ৩৪ আসামির সবাই খালাস পেয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিল দাবিতে আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীর ওপর ছাত্রলীগ-পুলিশ অতর্কিত হামলা করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন, অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলে ভাঙচুর চালান।

ঘটনার পরদিন নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ পৃথকভাবে দুটি করে মোট ছয়টি মামলা করে। পরে ছাত্রলীগ তাদের মামলা তুলে নিলেও পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা তোলেনি। এর মধ্যে পুলিশের করা একটি মামলার রায় ঘোষণা হলো।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় নাশকতা, সরকারি স্থাপনায় ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছিল। মামলার প্রায় সাড়ে তিন বছর পর ২০১৭ সালের ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছিল। এতে রাবি প্রগতিশীল ছাত্রজোটের ১৬ নেতাকর্মী, ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি এবং সাধারণ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে অভিযুক্ত করা হয়। তবে তারা সবাই খালাস পেলেন।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :