যৌন অত্যাচার বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯

‘যৌন আক্রমণ আর না’- এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে নারী সংগঠনগুলো রাঙামাটিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।

এতে নারীনেত্রী টুকু তালুকদার, সুস্মিতা চাকমা, সাংবাদিক হরিকিশোর চাকমাসহ নারী নেত্রীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমশ বাড়ছে, দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারীকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করে ফেলছে। পার্বত্য এলাকাও তার বাইরে নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। পার্বত্য এলাকায় নানাভাবে শিশু এবং নারীরা ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বিচার না হওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে।’

বক্তারা শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :