মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ সুফল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের  ছাত্র ছিলেন।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব খান জানান, ‘দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজ্জাদ সুফল স্বাগত জানাতে গিয়ে  মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সুফলের মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর  রহমান নোমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)