ঘাটাইলে ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্র্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুরে এই অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুল ইসলামের নেতৃত্বে সাড়াশি অভিযান চালানো হয়। এ সময় একটি ড্র্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং বিপুলসংখ্যক পাইপ নষ্ট করে দেয়া হয়।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনকৃত ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :