‘বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যে যারা, তাদেরও ধরা হবে’

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল- তাদের বিচার হয়েছে, আর যারা নেপথ্যে ছিল- তারা আজও ধরাছোঁয়ার বাইরে। আমরা অচিরে তাদেরও ধরব।’

মঙ্গলবার বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু-নীল দলের আয়োজনে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু-নীল দলের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গাহি সাম্যের গান মঞ্চে এ আলোচনা সভা হয়।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাফেজ রুহুল আমীন মাদানী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন সাহাবউদ্দিন, নজরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু-নীল দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এলএ)