কুষ্টিয়ায় খুনের দায়ে দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬

কুষ্টিয়ায় হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন পাওয়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল এবং ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আবুল কালামের ছেলে রনি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাব্বি, একই এলাকার খলিলের ছেলে রফিক এবং সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সুজা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এর দুই দিন পর ১১ অক্টোবর ভেড়ামারা উপজেলার হার্ডিজ ব্রিজ সংলগ্ন ইপিল বাগান থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা করেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী জানান, ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালর ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে পেনাল কোড ৩০২ এর ৩৪ ধারায় এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :