১৫০ গ্রাম হেরোইনের মামলায় একজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩

১৫০ গ্রাম হেরোইনের মামলায় মো. চান মিয়া (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল ইসলাম কারাগারে থাকা ওই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে অর্থদণ্ডের ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

এছাড়া রায়ে একই সঙ্গে ৫৬ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কাছে রাখায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ডিত চান মিয়া রাজধানীর পল্লবী থানার ১১নং সেকশনের, বি-ব্লকের মিল্লাত ক্যাম্পের মৃত মোহাম্মাদ আলীর ছেলে।

রায় ঘোষণার সময় দণ্ডিত চান মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ গোপন সংবাদে জানতে পারে পল্লবী থানাধীন ১১নং সেকশনের, বি-ব্লকস্থ মিল্লাত ক্যাম্পের ফায়জানে ইমাম হুসাইন জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর একজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইনসহ অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চান মিয়া পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন। পরে তার দেহ তল্লাশিকালে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ১৩৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক ওজন ১৫০ গ্রাম।

ওই ঘটনায় পল্লবী থানার এসআই মাজেদুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার এসআই মুহাম্মাদ মুমিনুর রহমান গত বছর ২২ মার্চ চান মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আদালত চার্জশিটভুক্ত ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :