হঠাৎ স্কুলে হাজির গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষক বরখাস্ত

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দায়িত্ব পাওয়ার পর মফস্বলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা সফর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এবার তিনি খোদ রাজধানীতে ঝটিকা অভিযান চালিয়েছেন কয়েকটি স্কুলে। একটি স্কুলে এক সহকারী শিক্ষক প্রায় এক বছর ধরে অনুপস্থিত বলে জানতে পারেন প্রতিমন্ত্রী। পরে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করেন।

বুধবার প্রতিমন্ত্রী প্রথমে গুলিস্তানের সুরিটোলা স্কুলে যান। সেখানকার সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরে যান সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলে। সেখানকার পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করেন তিনি। এরপর ওই এলাকার মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী।

এই স্কুলের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরী এক বছর ধরে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্তের নির্দেশ দেন জাকির হোসেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সংকট নিরসনের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/বিইউ/জেবি)