কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘কালচারাল ডে’ উদযাপিত

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

ঢাকাটাইমস ডেস্ক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কালচারাল ক্লাবের উদ্যোগে ‘গ্রান্ড কালচারাল ডে-২০১৯’ সোমবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম।

গান, র‌্যাফেল ড্র, ফটো বুথ, গেম শো আর কনসার্টেপূর্ণ জমকালো এ আয়োজনের উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য দেন শেখ মোজাফফর হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল ক্লাব অ্যাডভাইজার বিবিএ ডিপার্টমেন্ট জুনিয়র লেকচারার তুষিয়া আমীন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল সোহান।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোসাল সাইন্স ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. শাহরুখ আদনান খান, বিজনেস স্কুলের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর এস. এম. আরিফুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লাতিফুল খাবির প্রমুখ।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)