আইইউবিএটিতে সেমিস্টারের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

ঢাকাটাইমস ডেস্ক

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে।

বুধবার আইইউবিটির দৃষ্টিনন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন,ভিশন,একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটিস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন- প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল্লাহ মিয়া,বিজনেসের ডিন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা, রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, চেয়ার, কো-অর্ডিনেটরসহ অন্যান্য অধ্যাপকরা।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)