পিরোজপুরে গণপিটুনিতে ‘চোর’ নিহত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

পিরোজপুরে আন্তঃজেলার চোরচক্রের প্রধান জামাল হাওলাদার জনতার হাতে গণপিটুনিতে নিহত হয়েছেন। চুরি করা গরু ট্রলারে নিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটক করে।

মঙ্গলবার গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কঁচানদীর তীরবর্তী কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামাল ট্রলারে করে চোরাই গরু নিয়ে কুমিরমারা এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা আটক করে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত জামাল হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর, কাউখালী, নেছারাবাদসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, চুরিসহ সাতটি মামলা রয়েছে। জনতার হাতে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :