কুষ্টিয়ায় শিশু নির্যাতন মামলায় বৃদ্ধার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬

কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে শিশুর দেহ ঝলসানোর মামলায় বালা খাতুন নামে এক বৃদ্ধা মহিলার চৌদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়।

বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের হাকিম মুন্সি মশিয়ার রহমান এই রায় দেন।

বালা খাতুন ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ অক্টোবর বিকালে পূর্বশত্রুতার জের ধরে মামলার বাদী শামীম হোসেনের নাতনি রাফিয়া খাতুন ও বালা খাতুনের নাতি লিখন বাড়ির উঠানে খেলা করা সময় মারামারি করে। এতে ক্ষুব্ধ হয়ে বালা খাতুন রাফিয়ার গায়ে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে।এসময় শিশু রাফিয়ার দেহ ঝলসে যায়।

এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা করে রাফিয়ার পরিবার। মামলার তদন্ত শেষে আসামি বালা খাতুনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বালা খাতুনকে চৌদ্দ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :