প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা,আটক ২

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

বন্ধু হয়ে বন্ধুকে মাদক মামলায় ফাঁসানো এবং জেল খাটানোর প্রতিশোধ নিতে ইমরান নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। মাদক সেবন করিয়ে মাতাল অবস্থায় ছুরি দিয়ে আঘাতে ইমরানকে হত্যা করা হয়।

অভিযুক্তরা হলেন- আকবর ও সুমন। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান এলাকায় ঝটকি ইমরান নামে পরিচিত। তিনি সৈয়দপুর শহরের হাওয়ালদারপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকবর তার নানার বাড়িতে  বন্ধু সুমন ও ইমরানকে নিয়ে বেড়াতে আসে। তারা নানার বাড়ির পাশে বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা ফসলের মাঠে মাদক সেবন করে ফুর্তি করছিল। এক সময় ইমরান কিছুটা মাদকাসক্ত হয়ে পড়লে আকবর ও সুমন তার ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে আঘাত করতে থাকে। এসময় ফসলের ক্ষেতের পাশ দিয়ে যাওয়া রাস্তার কয়েকজন পথচারী ইমরানের চিৎকার শুনে এগিয়ে যায় এবং আকবর ও সুমনকে আটক করে বেঁধে রাখে। ইমরান ঘটনাস্থলেই মারা যায়। তারা বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আটক দুই বন্ধুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি মাহবুবার রহমান জানান, হত্যার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ড তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)