মানিকগঞ্জে ডেঙ্গুতে মারা গেলেন গৃহবধূ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চামেলী বেগম নামে এক নারী মারা গেছেন। তিনি ওই এলাকার মৃত মোহন খানের মেয়ে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার মগবাজার এলাকার রাশমনি নামে একটি প্রাইভেট হাসপাতালে চামেলী মারা যান। রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন মৃত চামেলী বেগমের বড় ভাই আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, জ্বর হওয়ায় তার বোনকে প্রাথমিকভাবে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু রোগ ধরা পড়ে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর চামেলীর অবস্থা ক্রমান্বয়ে অবনতি ঘটলে তাকে ঢাকা হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়া হয়। পরে তাদের ইচ্ছা অনুযায়ী ঢাকার মগবাজারের রাশমনি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।

সেখানে চামেলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইভ সাপোর্টে রাখার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চামেলী মারা যান।

চামেলীর পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘মমতাজ চক্ষু হাসপাতালে’ সেবিকা হিসেবে কাজ করতেন। তার ২৭ দিন বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :