বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএ মালেক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায়কে সভাপতি এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।

বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে যাত্রা করে নবগঠিত এই কমিটি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক অবিনাশ চন্দ্র সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল হোসেন এবং লোক-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক নুরুল কবির বিপ্লব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রসায়ন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন।

কার্যকরী সদস্য হিসেবে আছেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম নীরব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজোয়ান হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদ মন্ডল।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে চায়। সব প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে পৌঁছে দিতে চাই।’

২০১৬ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর প্রায় তিন বছর পর বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হলো।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :