প্রেমিকের সামনে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২

ব্যুরো প্রধান, রাজশাহী
ফাইল ছবি

রাজশাহীর মোহনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যান কলেজছাত্রী জরিনা খাতুন। বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের সামনেই বুধবার সন্ধ্যায় বিষপান করেন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্রী জরিনা খাতুন মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বদর উদ্দিনের মেয়ে। তিনি পবার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। আর প্রেমিক মাহাবুর রহমান একই উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত কলেজছাত্রী জরিনা খাতুন ছিলেন মাহাবুর রহমানের সম্পর্কে ফুপাতো বোন। এ সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিহত কলেজছাত্রীর ভাই শাওন জানান, বুধবার সকাল ৯টায় তার বোন জরিনা কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা জরিনার খোঁজ করেন। পরে জানতে পারেন মাহাবুরের বাড়িতে সে বিষপান করেছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ দেননি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মৃত্যু যেহেতু হাসপাতালে হয়েছে, সেহেতু রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)