১০ মিনিট পর ক্লাসে ফেরায় শিক্ষার্থীকে ছাড়পত্র

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৬

জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ময়না আক্তার নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বুধবার বিকালে ছাড়পত্র দিয়ে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ঘটনার জের ধরে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে মানববন্ধন করেছেন।

অভিভাবক ও এলাকাবাসী জানায়, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ময়না আক্তার বুধবার দুপুরে টিফিনের সময় বাইরে যায়। টিফিন শেষে ১০ মিনিট পর ক্লাসে ফেরে। এ সময় প্রধান শিক্ষক বিলম্বে আসার অভিযোগে ওই শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার কথা জানায়। পরে ওই শিক্ষার্থীর মা সুলতানা পারভীনকে মোবাইল ফোনে প্রধান শিক্ষক রানা মন্ডল ডেকে নিয়ে বৃহস্পতিবার ছাড়পত্র প্রদানের কথা জানিয়ে তাদের স্কুল থেকে বের করে দেন।

প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ বাজারের জেডিসি মোড়ে স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকরা মানববন্ধনসহ সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- আক্কেলপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আছিয়া খানম শম্পা, রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন বাবু, জাহানারা বেগম, নেগার সুলতানা প্রমুখ।

জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার মন্ডল জানান,ওই শিক্ষার্থী বুধবার দুপুর ১টার দিকে কাউকে না জানিয়ে স্কুল থেকে চলে যায়। ৩টা ২০ মিনিটে স্থানীয় রকি নামে একটা ছেলে তাকে স্কুলে দিয়ে যায়। এ ঘটনায় স্কুলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সম্মতিক্রমে তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর জের ধরে সন্ধ্যায় স্কুলের অফিস সহকারী শাহআলমকে জামালগঞ্জ বাজারে শিক্ষার্থীর পক্ষের লোকজন মারপিট করে।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহফুজ চৌধুরী ছাড়পত্র দেয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেন।

তবে রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবির এ স্কুল কর্তৃপক্ষের ওই অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, স্কুল পরিচালনা কমিটির নির্বাচনে ওই শিক্ষার্থীর বাবা মুকুল হোসেন সভাপতির বিরোধিতা করেন। তারই প্রতিশোধ নিতেই ওই শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদি ছাড়পত্র দেয়া হয়,তাহলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামবেন এলাকাবাসী।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :