মাদককে না বলল মাগুরাবাসী

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদকমুক্ত সমাজ মানে অপরাধমুক্ত সমাজ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলাকে মাদকমুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে সাইকেল র‌্যালি, যুব সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে মাদকবিরোধী যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম,  মুক্তিযোদ্ধা রুস্তম আলী।

সমাবেশে জেলা প্রশাসক আলী আকবর মাগুরা জেলাকে অচিরেই মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান।

সমাবেশ শেষে শহরের নোমানী ময়দানে বেলুন উড়িয়ে মাদকবিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী তাদের সাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়, নতুন বাজার ভায়না মোড়, ঢাকা রোড প্রদক্ষিণ করে।

যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাগুরার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)