হাতিয়ায় ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৬

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইরাককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, গুলি ও রামদা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ডের দক্ষিণ জোনের হাতিয়া বিসিজি স্টেশনের লে. মাহমুদ সাব্বিরের নেতৃত্বে নিঝুমদ্বীপ এলাকায় বিশেষ আভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ইরাক বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এসময় বাহিনীটির প্রধান ইরাককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইরাককে হাতিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তায় জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এসএস/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :