পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের পরামর্শ সাংসদ মিল্লাতের

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ি বাড়ি গাছ রোপনের পরামর্শ দিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত।

শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের মুক্তির সোপানে পক্ষকালব্যাপী ফলদ-বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে এ বৃক্ষ মেলা হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।

হাবিবে মিল্লাত বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় আমি নিজে শত শত গাছ লাগিয়েছি, যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আপনারা এখন থেকে প্রত্যেকে অন্তত একটি করে গাছ কিনে নিয়ে যাবেন। বাড়ি বা বাড়ির আঙিনায় গাছ লাগাবেন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।’

এছাড়া ছাত্রছাত্রীদের বাগান করা এবং তা পরিচর্যারও পরামর্শ দেন এই সাংসদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল হক।

অনুষ্ঠান শেষে শহরের হৈমবালা ও সবুজকানন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন করে মোট ১০০ জন ছাত্রীকে একটি করে গাছের চারা বিনামূল্যে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেলকুচি উপজেলার কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :