ব্যাংক কর্মকর্তাকে পিষে দিল ট্রাক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫

যশোরে কাজ শেষে বাড়ি ফেরা হলো না এক ব্যাংক কর্মকর্তার। পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন তিনি। তার নাম আজিজুর রহমান (৩৫)।

শুক্রবার সন্ধ্যায় পালবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে।

নিহত আজিজুর রহমান যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের বাসিন্দা এবং জনতা ব্যাংকের যশোর মহিলা শাখার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচাত ভাই রফিকুল ইসলাম জানান, ‘আজ সন্ধ্যায় তারা দুইজনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আজিজুর রহমান মোটরসাইকেল চালাচ্ছিলেন আর পেছনে তিনি বসে ছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড়ে পৌঁছলে ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার বাইরে এবং আজিজুর রহমান সড়কের মাঝেই ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি আজিজুর রহমানকে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে পুলিশ ও স্থানীয়রা আজিজুর রহমানের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে। তবে চালক পালিয়েছে।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক(এসআই) জিয়াউর রহমান ট্রাকের ধাক্কায় আজিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা পুলিশ লাইনে নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :