যাদুকাটা নদীতে নির্বিঘ্নে কাজের দাবি শ্রমিকদের

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে শ্রমিকরা নিবির্ঘ্নে কাজ করতে পারে তার দাবিতে সভা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় উপজেলায় বাদাঘাট ইউনিয়ন ঘাগরা গ্রামে এই সভা হয়।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ,লীগের সদস্য ও বাদাঘাট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, রেনু মেম্বার, শহিদ মিয়াসহ যাদুকাটা নদীর শ্রমিকরা।

এসময় যাদুকাটা নদীতে কর্মরত শ্রমিকরা দাবি করে বলেন, ‘আমরা দিনমুজুর দিনে আনি দিনে খাই। নদীতে কাজ না করতে পারলে অন্য কোন কাজ না থাকায় বেকার থাকতে হয়। ফলে ছেলেমেয়ে, মা-বাবাসহ পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হয়। আমরা কাজ করে খেতে চাই। আমরা বংশ পরম্পরায় এই নদীতে কাজ করেই জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছে। এছাড়াও ভুয়া সংবাদ প্রকাশ করে আমাদের কাজে বাধা সৃষ্টি করে তার তীব্র নিন্দা জানাই।’

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :