আতিয়া মহল মামলায় তিন জঙ্গির বিরুদ্ধে চার্জশিট

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে চার জঙ্গি নিহত ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিন জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে সিলেট মহনগর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবুল হোসেন।

অভিযুক্তরা হলেন, বান্দরবনের নাইখ্যাংছডির নব্য জেএমবির সদস্য জহিরুল হক জসিম, তার স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া ও মো. হাসান। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।

২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে।

আতিয়া মহলে চার জঙ্গি নিহত ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এস আই সুহেল আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

পরে ২০১৭ সালের ১০ মে তদন্তের জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :