বগুড়ায় সুজনের প্রশিক্ষণ কর্মশালা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

বগুড়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বগুড়ার স্থানীয় একটি অডিটোরিমে এটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তথ্য অধিকার আইন সম্পর্কে জানানো, তথ্যের চাহিদাবৃদ্ধি, সুশাসন নিশ্চিত করতে কর্তৃপক্ষ সম্পর্কে ধারণা এবং নতুন অ্যাক্টিভিস্ট তৈরি। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান ২০০৯ সালের ৬ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ২০ নং আইন নিয়ে মূলত প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কি এবং লক্ষ্যমাত্রা সমূহ কি- সেগুলো সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সুজনের বগুড়া জেলা শাখাসহ দশটি উপজেলা শাখার ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সুজনের নিজস্ব প্রশিক্ষক আছির উদ্দিন এবং মিজানুর রহমান।

কর্মশালায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা সুজনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন আলম তুহিন, সুজন বগুড়া জেলা শাখার সমন্বয়ক শফিকুর রহমান, ঢাকা টাইমসের বগুড়া জেলা প্রতিনিধি এনাম আহমেদ, সাংবাদিক আল আমিন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :