লেবানন ছাড়তে বিশেষ সুযোগ পাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৭

শুধুমাত্র এক বছরের জরিমানা ও বিমানের টিকিট কিনে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন লেবাননে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর লেবাননের বাংলাদেশ দূতাবাসে অবৈধ প্রবাসীদের আবেদন নেয়া হবে।

পুরুষদের জন্য ২৬৭$ মার্কিন ডলার ও নারীদের জন্য ২০০$ মার্কিন ডলার জরিমানা ও বিমান টিকেটসহ আবেদন ফরম জমা দিতে হবে।

৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দূতাবাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, ‘এই কর্মসূচি চালু থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিনটি ধাপে প্রবাসীরা তাদের আবেদন করতে পারবেন। সেপ্টেম্বরে যারা আবেদন করতে পারবে না, আগামী নভেম্বর ও ডিসেম্বরে তারা এই সুযোগ নিয়ে আবার আবেদন করতে পারবেন।’

রাষ্ট্রদূত বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বরে যেহেতু অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ হবার একটি সুযোগের সম্ভাবনা রয়েছে, সে দিক চিন্তা করেই এই তিন ধাপে আবেদন জমা নেয়া হবে। যাতে বৈধ হওয়ার সুযোগে যারা বৈধ হতে না পারলে দেশে ফেরার সুযোগটি নিতে পারেন।’

তিনি বলেন, ‘লেবাননে উচ্চ পর্যায়ে দীর্ঘদিন আলোচনায় অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে দূতাবাস এই সুযোগটির ব্যবস্থা করেছে। ফলে প্রবাসীরা কোনরকম জেল ও বড় অংকের জরিমানা ছাড়াই দেশে ফেরতের সুযোগ পাচ্ছেন। তবে যাদের নামে চুরি, মাদক ও ফৌজদারি মামলা বা লেবাননের আদালতে পরোয়ানা রয়েছে- তারা এই কর্মসূচির আওতায় পড়বেন না। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে, তারা যদি দেশে ফেরত যেতে দূতাবাসের সাহায্য কামনা করেন,তাহলে হাতে নেয়া কর্মসূচি শেষ হলে দূতাবাসের পক্ষ থেকে তাদের সহযোগিতা দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘লেবাননের আইন অনুযায়ী দূতাবাসের মাধ্যমে জেনারেল সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স গ্রহণ করতে হয়। তাই যারা দেশে যাবার জন্য আবেদন করবেন, ক্লিয়ারেন্স পাবার পর তাদের অবশ্যই দেশে ফেরত যেতে হবে। অন্যথায় লেবাননের জেনারেল সিকিউরিটি তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সে ক্ষেত্রে দূতাবাসের করণীয় কিছু থাকবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।’

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :