খাবার নিয়ে সংঘর্ষ, বিয়ে পণ্ড

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে বিয়ে অনুষ্ঠানে পোলাওয়ের চাল সিদ্ধ হয়নি- এমন অজুহাতে বর পক্ষের লোকজন কনে পক্ষের লোকজনকে মারধর করে। এ ঘটনায় বিয়ে পণ্ড হওয়াসহ বরকে গ্রাম্য সালিশে জরিমানা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার সাথে পাশের বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যার বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার।

যথারীতি দুপুরে শতাধিক বরযাত্রী কনের পিতার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে এসে খাবার খাওয়ার সময় পোলাওয়ের চাল ঠিকমতো সিদ্ধ হয়নি, এমন অভিযোগে কনে পক্ষের সাথে তর্কে লিপ্ত হয়। এ সময় বর পক্ষের কয়েকজন কনের বাড়ির লোজকজনের ওপর হামলা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, কনে পক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করেছে। উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন বলেছেন।

কনের বাবা বলেন, এমন অসভ্য ঘরে তার কন্যা বিয়ে দেবেন না।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :