গাজীপুরে বিস্ফোরণে উড়ে গেল দেয়াল, দগ্ধ ১৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। গভীর রাতের এই বিস্ফোরণে উড়ে গেছে দুটি রেস্টুরেন্টের দেয়াল। ছড়িয়ে ছিটিয়ে যায় রেস্টুরেন্টের দুটির বিভিন্ন মালামাল।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে বোর্ডবাজারের বাংলার রাধুনী ও তৃপ্তি হোটেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বেশ কয়েকজন জানালেও ফায়ার সার্ভিস বলছে, তদন্ত না করে এ ব্যাপারে কিছু বলবে না তারা। দগ্ধদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে দগ্ধদের নামপরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, গভীর রাতে বোর্ডবাজারের বাংলার রাধুনী ও তৃপ্তি হোটেলে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাংলার রাধুনী রেস্টুরেন্টটি ও এর পাশের তৃপ্তি হোটেলের একাংশ ধ্বসে যায়। বিকট শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। শব্দ শোনার পরই অনেকে ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের বের করে আনার চেষ্টা করেন। আগুনে রেস্তোরাঁয় অবস্থান করা অন্তত ১৭ জন দগ্ধ হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বিস্ফোরণের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা দগ্ধদের উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে স্থানান্তর করা হয়। অপর আহতদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানালেও ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার বিষয়টি বলা যাবে।

ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :