কানাডিয়ান ইউনিভার্সিটিতে সমসাময়িক অর্থনীতি শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ‘বাংলাদেশের সমসাময়িক অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইউনিভার্সিটির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস ভার্চুয়াল ডিন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান।

সভায় বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বিজনেস স্কুলের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর এস এম আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির এবং একাউন্স অ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর বিয়াদুজ্জামান হৃদয়। এ সময় ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশের সমসাময়িক অর্থনীতির বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করেন।

ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :