আলফাডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৩

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। শনিবার রাতে উপজেলার ১ নং বুড়াইচ প্রাথমিক সরকারি বিদ্যালয়ে এ চুরি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা বেগম জানান, শনিবার স্কুল ছুটির পর সব কক্ষ বন্ধ করে দেয়া হয়। রবিবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পাই। ভেতরে প্রবেশ করে আলমারির তালাও ভাঙা এবং কাগজপত্র তছনছ করা দেখি। চোরেরা একটি কম্পিউটার, একটি প্রজেক্টর, অফিসের তিনটি আলমারিতে থাকা মূল্যবান কাগজপত্র ও শিক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ জমা টাকা চুরি করে নিয়ে গেছে।

তিনি আরো জানান, এর আগেও গত রমজানে এই বিদ্যালয়ে একই কায়দায় চুরি হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ে রাতে কোন নাইটগার্ড না থাকায় এ চুরি হয়েছে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরো জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)