যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের শাস্তির দাবি

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৭

ব্যুরো প্রধান, রাজশাহী

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কলেজশিক্ষক সিরাজুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার সব স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১১টা থেকে কাটাখালি মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে গ্রেপ্তার শিক্ষকের দ্রুত শাস্তির দাবি জানান তারা।

সিরাজুল ইসলাম কাটাখালি আদর্শ ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। প্রভাষক সিরাজুল ইসলাম কয়েকদিন আগে কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার শাস্তির দাবিতে শনিবার এ মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)