মাদারীপুরে ফটিক সাধুর আশ্রমে ভারতীয় লোকসভার এমপি

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫২

মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে পরম হংসদেব ফটিক সাধুর আশ্রমে আয়োজিত শ্রী অশোক চক্রবর্তী (মনা ঘোসাই)-এর তিরোধান দিবস উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের লোকসভার সদস্য মাতুয়াচার্চ শ্রী শান্তনু ঠাকুর।

বিশেষ অতিথি ছিলেন ওরাকান্দি কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী হরি পদ্মনাভ ঠাকুর, সোমা নাথ ঠাকুর, সুর্বন ঠাকুর।

ধর্মসভায় সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি রনজিত চক্রবর্তী।

সভায় অন্যদের মধ্যে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদর, সাবেক চেয়ারম্যান রায়হান মাতুব্বর, মাদারীপুরে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল চন্দ্র কুন্ডু, জেলা মসৎজীবী লীগ সভাপতি কাওসার আলম মিঠু প্রমুখ।

এদিকে আশ্রমের অনুষ্ঠান শেষে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের নিজ বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় ভারতের লোকসভার এই সদস্য বক্তব্য রাখেন।

এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে পৃথক বৈঠক করে দুই দেশের মেলবন্ধনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :