আবার নেমেছে বৃষ্টি

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বৃষ্টির কারণে দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। পরে বৃষ্টি থামলে দুপুর একটায় শুরু হয় খেলা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২ ওভার ১ বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নেমেছে। এই কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

গতকাল ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দিনের খেলা শেষ করেছিল। আজ নেমে সাকিব ও সৌম্য মিলে যোগ করেছেন ৭ রান। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান।

সাকিব ৪৪ রানে ও সৌম্য ২ রানে অপরাজিত আছেন। গতকাল আউট হন লিটন, মোসাদ্দেক, মুশফিক, মুমিনুল, সাদমান ও মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামতে বাকি আছেন মিরাজ, তাইজুল ও নাঈম।

আজ ম্যাচের শেষ দিন। জিততে হলে আজ বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান। এই রান না করতে পারলেও চার উইকেটে যদি বাংলাদেশ দিন পার করে দিতে পারে তাহলে ম্যাচটি ড্র হবে। আর পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি ড্র হবে।

বৃষ্টির কারণে তিন দফায় খেলা বন্ধ না হলে ম্যাচটি গতকালই শেষ হয়ে যেতে পারতো। ম্যাচের বর্তমান যে অবস্থা তাতে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। তাছাড়া বাংলাদেশের হার নিশ্চিত।

 (ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/এসইউএল)