বিনিয়োগ সম্মেলনে বে‌লি ড্যান্সের আয়োজন পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১০ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪

ক্ষমতায় এসেই অর্থনৈতিক সংকট কাটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই অংশ হিসেবে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের সারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআইপি)। সেই সম্মেলন সফল করতে বেলি ড্যান্সের আয়োজন করে সংস্থাটি।

সম্মেলনে শিল্পপতি ও বিনিয়োগকারীদের ‘আকৃষ্ট’ করতে একেবারে বেলি ডান্সের এই আসর বসানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে পাকিস্তানকে।

বিনিয়োগ সম্মেলনের বেইলি ডান্সের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন পাকিস্তানের সাংবাদিক গুল বুখারি। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওই ভিডিও পোস্ট করে বুখারি লিখেছেন, ‘বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে পাকিস্তানের ইনভেস্টমেন্ট প্রোমোশন কনফারেন্সে বেলি ডান্সাররা...’।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনার মুখে পড়েছে বিনিয়োগ সম্মেলনের আয়োজকরা।

ঢাকা টাইমস/০৯সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :