কিশোরগঞ্জে মিলন প্লাজায় আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকায় বাণিজ্যিক ভবন মিলন প্লাজায় ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান নাছির উদ্দিন খন্দকার ও রাকিব উদ্দিন গুরুতর আহত হন। আহত রাকিবকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর নাছিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে মিলন প্লাজার দ্বিতীয় তলায় যমুনা ইলেকট্রনিক্স পণ্যের শো-রুমে এ আগুন লাগে। পরে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এসময় পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ৪র্থ ও ৫ম তলার আবাসিক বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, প্রায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :