মহসিন হত্যা: কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য রিমান্ডে

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুরে ‘ফিলিম জিরঝির’ গ্যাংয়ের প্রধান মহসিন হত্যা মামলায় ‘আতঙ্ক’ কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া কিশোররা হলেন- মিজানুর রহমান (১৬), মমিন শিকদার (১৭), আব্দুল মালেক ওরফে মুন্না (১৬), মনির হোসেন (১৬) ও জাহিদুল ইসলাম (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফারুক হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা মহসিনকে প্রকাশ্য দিবালোকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। আসামিদের বাধা দিলে তারা সাব্বির, রুবেল ও রাকিব নামে তিন কিশোরকেও কুপিয়ে আহত করে। আসামিরা ‘আতঙ্ক’ গ্রুপের সদস্য। এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে তদন্তে প্রকাশ পাচ্ছে। তাই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামাদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার চাকু উদ্ধার এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

এর আগে এ মামলায় গত ৬ সেপ্টেম্বর আসিফ ও রকি নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তারা কিশোর সংশোধনাগার কেন্দ্রে রয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর বিকালে মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে গত ৫ সেপ্টেম্বর সকালে নিহত মহসিনের বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/আরজেড/জেবি)