মহসিন হত্যা: কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

রাজধানীর মোহাম্মদপুরে ‘ফিলিম জিরঝির’ গ্যাংয়ের প্রধান মহসিন হত্যা মামলায় ‘আতঙ্ক’ কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া কিশোররা হলেন- মিজানুর রহমান (১৬), মমিন শিকদার (১৭), আব্দুল মালেক ওরফে মুন্না (১৬), মনির হোসেন (১৬) ও জাহিদুল ইসলাম (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফারুক হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা মহসিনকে প্রকাশ্য দিবালোকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। আসামিদের বাধা দিলে তারা সাব্বির, রুবেল ও রাকিব নামে তিন কিশোরকেও কুপিয়ে আহত করে। আসামিরা ‘আতঙ্ক’ গ্রুপের সদস্য। এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে তদন্তে প্রকাশ পাচ্ছে। তাই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামাদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার চাকু উদ্ধার এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

এর আগে এ মামলায় গত ৬ সেপ্টেম্বর আসিফ ও রকি নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তারা কিশোর সংশোধনাগার কেন্দ্রে রয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর বিকালে মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে গত ৫ সেপ্টেম্বর সকালে নিহত মহসিনের বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :