পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ, জাতিসংঘে প্রতিনিধি ফাতিমা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অন্যদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জৈষ্ঠ্য কর্মকর্তা ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, এরই মধ্যে রাবাবের নিয়োগ আদেশ অনুমোদন হয়েছে। তবে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর মাসুদ বিন মোমেনের নিয়োগ চূড়ান্ত হলে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা যোগদান করবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর শেষে মাসুদ বিন মোমেনের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পররাষ্ট্র শহীদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এম শহীদুল হক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী পররাষ্ট্র সচিব। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনআই/জেবি)