র‌্যাবের অভিযানে ২৫ লাখ টাকার মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

রাজধানীর বসুন্ধরা শপিংমলে মোবাইলের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রায় ২৫ লাখ টাকার মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি মামলা করা হয়েছে।

সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত র‌্যাব-২ বসুন্ধরা শপিংমলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, বিভিন্ন মোবাইলের দোকানে বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন মোবাইল বিভিন্ন নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে বিক্রি করে আসছিল। এসব মোবাইল বিটিআরসির পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবৈধভাবে বিক্রি করে তারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল। এই অভিযোগে বসুন্ধরা শপিংমলের বিভিন্ন মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে ৬৮টি বিভিন্ন কোম্পানির নকল মোবাইল ফোন জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :