পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

টেন্ডার জালিয়াতির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুস শরীফকে গ্রেপ্তার করেছেন দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা।

সোমবার বিকালে পবিপ্রবির ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

দুদক জানায়, পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুস শরীফ বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রকল্পে জালিয়াতির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে তার পছন্দের ঠিকাদারকে বেশি দরে কার্যাদেশ দেন। উল্লিখিত ছয়টি প্রকল্পে সরকারের প্রায় ৫৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :